
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বনস্টেশন অফিসের সদস্যরা সুন্দরবন থেকে কাঠ কেটে পাচার করার সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের ভারানির খালের মুখ থেকে কাঠ উদ্ধারের সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দ্রুত সুন্দরবনে পালিয়ে যায়।
সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, কাঠ পাচারের খবর গোপনে নিশ্চিত হয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুন্দরবনে কর্তন নিষিদ্ধ দেড় শতাধিক গরান কাঠ উদ্ধার করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।