
প্রতাপনগর(আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নে ঘূণীঘড় আম্পানে নদী ভেঙে দুই মাসের বেশি প্লাবিত হচ্ছে গ্রামের মানুষ। গ্রামের মানুষের কাছ থেকে আম্পান কেড়ে নিয়েছে বৃহৎ উৎসব দুইটি ঈদের আনান্দ, মানুষের মাঝে খাদ্য সংকট দিনদিন বেড়েই চলেছে। এমতাবস্থায় অসহায় মানুষের মাঝে খাবার পৌছে দিলেন বাংলাদেশের প্রথম উদ্ভিদ প্রযুক্তিবিদ ড.ফেরদৌসি বেগম রীনা।
তাঁর অর্থয়নে গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঘড় আম্পানে নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় দদ্রির পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী ও ঘর মেরামতের জন্য খুটি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী পৌছে দেন হুজাইফা আল-আমিন, আজহারুল ইসলাম, জুবায়ের হোসেন (রনি) ও মামুন ইসলাম প্রমুখ।