
আশাশুনি ব্যুরো: আশাশুনিতে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে উপজেলার কুল্যা ও শ্রীউলা ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়নের গুনাকরকাটি বাজারে ৩ নম্বর বিট কার্যালয়ের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিট কার্যালয়ের উদ্বোধন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির।
এ সময় তিনি বলেন, কুল্যা ইউপিতে বিট অফিসার হিসেবে এসআই শরীফ এনামুল হক ও সহকারী হিসাবে এএসআই রিয়াজুদ্দীন দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরীর সভাপতিত্বে এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে বুধবার বিকালে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৭নং বিট কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এসময় তিনি বলেন, আশাশুনি থানাকে দুর্নীতি ও দালাল মুক্ত করতে আমরা সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যদবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।