
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন তাঁতী লীগের আয়োজনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় ভুরুলিয়া ইউনিয়নের চালতেঘাটা বাজারে আলোচনা সভায় ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আবুল হোসেন সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফর আলম বাবু। ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবু লাল, প্রচার ও প্রাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল, উপ-দপ্তর সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সহ-সভাপতি মমিনুরুজ্জান মনু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মরিুজ্জামান মিশুক, আব্দুল গফুর প্রমূখ।