
কেঁড়াগাছি(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্হানীয় হাইস্কুল ফুটবল মাঠে চন্দনপুর বনাম কেঁড়াগাছির মধ্যে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুতে উভয় দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। খেলা শুরুর ১৬ মিনিটে চন্দন পুরের ২১ নম্বর জার্সি পরিহিত খেলোয়ীার আশরাফুল একটি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পর ১০মিনিটে কেঁড়াগাছির ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ীার রাজ ১টি গোল করে , ১৪মিনিটে কেঁড়াগাছির ৮নম্বর জার্সি পরিহিত খেলোয়ীার রাসেল আরো ১টি গোল এবং ২২ মিনিটে কেঁড়াগাছি রাজ আরো ১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়ী। এরপর উভয় দলের খেলোয়াররা মূহুমূহু আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে।
রেফারির শেষ বাঁশি বাজার আগে আর কোন গোল না হওয়ীায় ৩-১গোলে চন্দন পুর কে হারিয়ে কেঁড়াগাছি জয় লাভ করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, তোতা মিয়ীা।