
আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অসহায় বানভাসী মানুষের স্বাস্থসেবা নিশ্চিত করতে শনিবার সকাল ৯টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত মাড়িয়ালা মোড়স্থ বিসমিল্লাহ চিকিৎসালয়ে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরাস্থ আল নূর হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আল নূর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান। চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা গাজীপুরস্থ তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্স লেকচারার ডাঃ নাইমুল ইসলাম (এমবিবিএস, ডিওসি, সিসিডি) ও জেনারেল প্রাকটিশনার ডাঃ আহসান উল্লাহ।
আল নূর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানীর সার্বিক পরিচালনায় ফ্রী মেডিকেল ক্যাম্পটিতে ২ শতাধিক রোগীকে বিশেষ ক্ষেত্রে ইসিজি ও আরবিএস পরীক্ষাসহ প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।