
মাসুদুর রহমান মাসুদ : আশাশুনি উপজেলার কুল্যার মোড় মোটর সাইকেল চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সমিতির ১০৪ জন ভোটারের মধ্যে ৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৪টি ভোট বাতিল হয়। নির্বাচনে সভাপতি পদে আখতার হোসেন (আনারস প্রতীক) ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাছির উদ্দিন (ছাতা) পেয়েছেন ৪৫ ভোট।
সহ-সভাপতি পদে জ¦লেমিন হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আক্তারুজ্জামান মনি (মোটর সাইকেল) ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়সাল আহমেদ পেয়েছে (মোরগ প্রতীকে) ৩৪ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল ইসলাম বুলু (গোলাপফুল) ৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম (চশমা) পেয়েছেন ৩১ ভোট।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সাকাত হোসেন ও ওয়াজেদ আলি। প্রিজাইডিং অফিসার চিলেন রমজান আলি, সহকারী প্রিজাইডিং অফিসার দেবাশীষ মুখার্জী ও রমজান আলি।