মেহেদী হাসান, খুলনা থেকে: করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে খুলনার দৌলতপুরে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উৎকর্ষ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অনেক স্বেচ্ছাসেবী-সামাজিক-রাজনৈতিক সংগঠন এই বিপদে অসহায়দের পাশে দাড়িয়েছেন। তেমনিভাবে পাশে দাড়িয়েছে সামাজিক সংগঠন উৎকর্ষ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের খুলনা মহানগরীর দৌলতপুর শাখার সভাপতি- শেখ সুমা।
বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেল ৪টায় খুলনা মহানগরীর দৌলতপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অফিসে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, উৎকর্ষ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রকল্প প্রধান- ফেরদৌসি খাতুন রিমি, স্পিকার- মোঃ সাজ্জাদ হুসাইন নজরুল, হিসাবরক্ষক- সুমাইয়া আক্তার, ফিল্ড অফিসার- রোজিনা আক্তার, নাজমা ফেরদৌসি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সদস্যগণ।