
আকবর হোসেন,তালা: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত প্রায় ১কিলোমিটার সড়কের বেহাল দশা। কাগজে কলমে কয়েক বৎসর আগে রাস্তায় পিচ দেখানো হলেও আজও বিন্দু মাত্র কাজ হয়নি বলে অভিযোগ করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ যেন কাজির গরু কেতাবে, গোয়ালে নেই অবস্থা।
প্রায় ২যুগ আগে এই রাস্তার ওপর দু’স্তরে ইটের সলিং তৈরি করে এলজিইডি কর্তৃপক্ষ। ফলে সময়ের সাথে সাথে সড়কটি ভারি যানবহন চলাচল করায় সড়করুপ নেই মরন ফাঁদে। দীর্ঘ ৭বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। সড়কটিতে কয়েক বৎসর আগে কাগজে কলমে পিচের কাজ সমাপ্ত দেখানো হলেও দূণীতির কারনে রাস্তাটি পিচের কোন নাম গন্ধও দেখা যায়নি বলে বলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ।
এই সড়ক দিয়ে দিনে হাজার হাজার মানুষের চলাচল করে। এই গুরুত্বপূর্ন রাস্তা দিয়ে খুলনা জেলার পাইকগাছা উপজেলার, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সহ সাতক্ষীরা সদরে যাতায়াত করতে ব্যাবহার করা হয় সড়কটি। প্রায় ১ কিলোমিটার সড়কটি খানা-খন্দে ভরপুর। কেবল ছোট গর্ত নয়, বড় বড় গর্ত হা করে আছে অধিকাংশ জায়গায়। ভ্যান, অটো, ইজিবাইক, ট্রলিসহ সকল যানবাহনগুলো গর্তে পড়লে বিকলঙ্গ হয় নিশ্চিতভাবে। শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত সড়কের গর্তগুলো অন্যান্য গর্তের গভীরতাকে হার মানায়। বড় গর্তগুলোতে ছোট মানের চাকা পড়লে বিপদে পড়ে চালকরা। সামান্য বৃষ্টি হলেই চাষাবাদের উপযোগী হয়ে ওঠে সড়কটি, সেই সাথে সাথে পথচারীদের শুরু হয় হাটা-চলার অন্তহীন দূর্ভোগ। বৃষ্টি কাল স্থানীয় দের মেনে নিতে হয় “ ভোগান্তির কাল” হিসাবে।
এদিকে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে জানা-অজানা নানান দূর্ঘটনা, উল্টে যাচ্ছে সাধারণ যানবাহন সহ পন্যবাহী যানবাহন গুলো। মুমূর্ষু রোগীদের চিকিৎসা জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এই সড়কে ঘটে যায় নজির বিহীন ঘটনা, ঘটনার বর্ণনা দিয়ে এলাকাবাসী জানান, বিগত ৬বছর যাবৎ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকারি কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি, আমাদের চলাচলের একমাত্র রাস্তা এটি আর সেই রাস্তার এমন দূর অবস্থার কারনে তালা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শালিখা ডিগ্রী কলেজ প্রায় ৯০০ ছাত্র-ছাত্রীর আসা-যাওয়ার এক মাত্র সড়ক এটি, আসা-যাওয়ার সময় ছাত্র-ছাত্রীর পরিহিত ড্রেস নষ্ট হয় প্রতিনিয়ত। ব্যাবসা বানিজ্য সহ নানা বিধি ক্ষতির মুখে পড়তে হচ্ছে অন্তহীন। এলাকাবাসী দাবী, সড়কটি অনতিবিলম্বে সংস্কার না করা হলে মানববন্ধন সহ অবস্থান কর্মসূচি গ্রহন করা হবে।
স্থানীয় চেয়ারম্যান রাজীব হোসেন রাজু বলেন, রাস্তটির বেহাল দশার কারনে প্রতিবৎসর রাস্তাটি সংস্কার করা হয়। বারবার বলা শর্তেও ঠিক কি কারনে রাস্তাটি মেরামত হচ্ছে না তা আমার বোধ গম্য নয়।
উপজেলা ইঞ্জিনিয়ার মজিদ মোল্লা বলেন, কোন প্রকল্পের বিডিপিতে না থাকার কারনে উন্নয়ন করা সম্ভব হচ্ছেনা।
এ বিষয়ে তালা এলজিইডি অফিসের সার্ভেয়ার মোঃ রফিকুল ইসলাম বলেন, পিচ দেখানো হয়েছে এটা সঠিক নয়। রাস্তাটিতে হিয়ারিং বোন দেখানো হয়েছে বিধায় পিচের অনুমতি হয়নি হয়নি।
এ বিষয়ে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ঐ রাস্তাটি কয়েক বৎসর আগে পিচ দেখানো হলেও আজও কোন কাজ হয়নি। তিনি আরও বলেন, রাস্তাটির বিষয়ে একনেকে উত্থাপন করা হয়েছে। অর্থ বরাদ্ধ সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।