নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে ফেঁসে গেছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির। গত ১৩ জুন তিনি তার নিজের ফেসবুকে যে ষ্ট্যাটাস দেন তা হবহু তুলে ধরা হলো-
“বড় বড় চোরদের মৃত্যুতে রাষ্ট্র নায়করা ব্যথিত হবেন, শোক প্রকাশ করবেন, এটাও বেদনার, এটাও শোকের”।
এই ষ্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। তার বিরুদ্ধে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন রোববার রাতে কলারোয়া থানায় একটি অভিযোগ পত্র জমা দেয়। তার অভিযোগ মন্ময় মনির সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জানানো শোককে ইঙ্গিত করে এমন স্ট্যাটাস দিয়েছেন।
অভিযোগের প্রেক্ষিতে কলারোয়া থানায় আইসিটি আইনে ১০ নং একটি মামলা দায়ের হয়।
এরপর নিজের ভুল বুঝতে পেরে আবারও নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রর্থনা করেনমিন্ময় মনির। তার ক্ষমা প্রর্থনার বিষয়টি হবহু তুলে ধরা হলো।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা
মাননীয় প্রধানমন্ত্রী
আমার ভক্তিপূর্ণ সালাম নিবেন। সম্প্রতি ফেসবুকে আমার দেয়া একটি পোস্ট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, কলারোয়া, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি আমার পোস্টে আওয়ামী লীগের কোনো প্রয়াত নেতার নাম উল্লেখ করিনি। তার পরও মনে করি বর্তমান সময়ে পোস্ট টা দেয়া আমার ভুল হয়েছে। এজন্যে আমি পোস্টটা ডিলিট করেছি ও প্রত্যাহার করেছি।
কলারোয়া থানায় আমার নামে একটি মামলাও হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।
আমি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আপনার আদর্শের একজন সৈনিক ও নিবেদিতপ্রাণ কর্মী। আমি এতিম। একজন সাহিত্য সংস্কৃতি কর্মী ও শিক্ষক।
আমি প্রয়াত রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম এবং শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছি।
অনেক সময় আমার আইডি হ্যাক করে অনেকে অশালীন মন্তব্য করে।
আমি আপনার কাছে ও রাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ক্ষমা পেলে আমার পরিবারটি সুরক্ষা হবে।
আপনার সফল রাষ্ট্র পরিচালনা দেশকে আরো এগিয়ে
নিয়ে যাবে এই প্রত্যাশা করি।
আপনার বিশ্বস্ত
মো. মনিরুজ্জামান ( মন্ময় মনির)
আওয়ামীলীগ কর্মী