আলহুসাইন অমি:
করোনায় থমকে গেছে দেশ। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, কম নয় মৃত্যুর হারও। দেশের এ ক্লান্তিলগ্নে সক্রিয় ভূমিকা পালন করে চলছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় আজ সোমবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেলের নেতৃত্বে কয়েকটি ইউনিটে বিভক্ত হয়ে বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম চালায় ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এসময় হিমেল বলেন, শুধুমাত্র আমাদের অসচেতনতার কারণেই আজ দেশব্যাপী করোনা মহামারি ছড়িয়ে পড়ছে। এই ক্রাইসিস থেকে দেশকে রক্ষা করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় জনবহুল স্থানগুলোতে সচেতনতামূলক প্রচারণা চালানোর লক্ষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৩ হাজার লিফলেট বিতরণ করেছি। এছাড়াও বিভিন্ন সময় সময়োপযোগি সব সিদ্ধান্ত নিয়ে ছাত্রলীগ সর্বদা মাঠে সক্রিয় থাকবে বলে জানান তিনি।
প্রচারণাকালে কর্মসূচিতে আরও অংশ নেয় পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান, পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী সুজল, পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ রহিত মোসলেম, শামসুল আজিম খান সুমিত, এম ফরহাদ ও সরকারি কলেজ ছাত্রলীগ নেতা, শেখ শীতল, আশিকুজ্জামান ঊষা, রুহুল আমিন, রেজওয়ান আহমেদসহ নেতাকর্মীবৃন্দ।