বিশেষ প্রতিবেদক: করোনা মোকাবেলায় খুলনার দরকার হাই নাসাল ফ্লো ক্যানুল্লা (High Nasal Flow Canulla)। করোনা আক্রান্ত রোগীকে অধিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে হাই নাসাল ফ্লো ক্যানুল্লার বিকল্প নেই। রোগীকে এই যন্ত্র দিয়ে মিনিটে ৬০/৭০ লিটার অক্সিজেন দিতে পারলে ভেন্টিলেটরের থেকে অনেক বেশি উপকার পাওয়া যাবে। মৃত্যুঝুঁকি অনেক কমে আসবে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজের ফেইসবুক ওয়ালে কথাগুলো লিখেছেন খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যাবস্থাপনা বিষয়ক টেকনিক্যাল কমিটির সমন্বয়কারী এবং খুলনা জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা: মেহেদী নেওয়াজ।
তার ফেসবুক ওয়ালের লেখাটি হুবহু তুলে ধরা হলো-
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন
আসসালামুয়ালাইকুম। জয়বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় এক অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এবং সারাবিশ্বে প্রাইমারি হেলথ কেয়ার একটি রোল মডেলে পরিণত হয়েছে । হঠাৎ করেই কোভিড নাইনটিন সারা বিশ্বকে গ্রাস করেছে, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। আপনার নেতৃত্বে আমরা চিকিৎসকরা এ যুদ্ধে অগ্রসেনানীর দায়িত্ব পালন করছি। আপনি আমাদের সেনাপতি, সেনানায়ক। এখনো সারা বিশ্বে এর সঠিক কোন চিকিৎসা ব্যবস্থা আবিষ্কৃত হয়নি, যা চলছে সবকিছু ট্রায়াল। কিছুদিন পূর্বে যখন সর্ব শেষ ভরসা ছিল ভেন্টিলেটর, এখন সেখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি জরুরী High Nasal Flow Canulla যা দিয়ে মিনিটে ষাট থেকে সত্তর লিটার অক্সিজেন রোগীকে দিতে পারলে ভেন্টিলেটর থেকে অনেক বেশি উপকার পাওয়া যাবে, মৃত্যুঝুঁকি অনেক কমে আসবে। এ যুদ্ধে এই নতুন অস্ত্র High Nasal Flow Canulla এর বিকল্প কিছু এ মুহূর্তে নাই। কিন্তু ইতিপূর্বে যেহেতু এর ব্যবহার ও প্রয়োজনীয়তা কম ছিল সেহেতু আমাদের দেশে এই High Nasal Flow Canulla এর বড় ধরনের সংকট রয়েছে। আপনার দ্বিতীয় প্রিয় ভুমি, এই তৃতীয় বৃহত্তম নগরী খুলনাতে একটাও এই যন্ত্র নেই। জরুরী ভিত্তিতে খুলনায় এই High Nasal Flow Canulla বেশ কয়েকটি অত্যাবশ্যক। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারাদেশে সংকট আছে অক্সিজেন সিলিন্ডারের। আপনার নির্দেশে ফ্রী অক্সিজেনের ব্যবস্থা থাকলেও অক্সিজেন পাওয়ার জন্য এই মুহূর্তে প্রচুর পরিমাণে অক্সিজেন সিলিন্ডার মজুদ নেই। কেননা ইতিপূর্বে এত বেশি প্রয়োজন হতো না। তাই এই মুহূর্তে জরুরিভাবে হাজার হাজার অক্সিজেন সিলিন্ডার ও যে সকল জায়গায় অক্সিজেন প্লান্ট বসানো সম্ভব, সে সকল জায়গায় অক্সিজেন প্লান্ট বসানোর ব্যবস্থা নিশ্চিত করলে বাংলার সাধারণ মানুষ ও আপনার কোভিড যোদ্ধারা বাঁচতে পারবে। চিকিৎসকরা স্বাচ্ছন্দে চিকিৎসা সেবা দিতে পারবে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব মহোদয়, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দসহ সকলেই এ বিষয়ে আন্তরিক ভাবে চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা তাদের প্রতি। আপনার সদয় দৃষ্টি ও নির্দেশনা এ প্রক্রিয়াকে আরো দ্রুত ও বেগবান করে তুলবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
ডাক্তার মেহেদী নেওয়াজ
ভাইস প্রিন্সিপাল খুলনা মেডিকেল কলেজ
সাধারণ সম্পাদক বিএমএ ও স্বাচিপ খুলনা জেলা শাখা এবং
সার্বিক সমন্বয়কারী করোনা প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ক টেকনিক্যাল কমিটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।