কামরুল হাসান, কলারোয়া:
কলারোয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহের লটারি করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরাসরি লটারি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহাসীন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রাহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুদ্দিন মোড়ল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ বলেন-মোট আবেদন জমা পড়েছে ৪৬০৯ জন কৃষকের এরমধ্যে সরকার নির্ধারিত ১৪৬৮ জন কৃষক ধান দিতে পারবেন। ধানের প্রতি কেজি ২৬ টাকা দর নির্ধারণ করেছে সরকার।
ভাগ্যনির্ধারণী এ লটারিতে নাম উঠা কৃষককে তাঁদের পরিস্কার এবং পুষ্ট ধান গুদামে দেয়ার নিশ্চয়তা দিতে হবে বলে জানান খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দিন মোড়ল।