
লিটন ঘোষ বাপি: মহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের কষ্টকে ভাগাভাগি করতে এবং মলিন মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্যে জমি বিক্রির টাকা দিয়ে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন নাজিম সরদার ।
দেবহাটা উপজেলার সখিপুরে ধোপাডাঙ্গা গ্রামের দরিদ্র পরিবারের মৃত ছবিয়ার রহমান সরদারের ছেলে নাজিম সরদার । ছেলের আবদার রাখতে এমনই সিদ্ধান্ত নেন মা মাফুজা খাতুন ।
শুক্রবার সকাল ১০টায় ধোপাডাঙ্গা গ্রামের অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে ১শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নাজিম সরদার।
এ সময় নাজিম সরদার বলেন,করোনার মহামারিতে এসব অসহায় মানুষের সহায়তা করতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান তিনি ।