মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছেন বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন (৪৬)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে প্রায় একমাস লং আইলান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই নেত্রী।
এ সংবাদ নিশ্চিত করেছেন হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বসবাসরত পাবনার সন্তান মুন ছিলেন বিএনপির সকল অনুষ্ঠানের প্রিয়মুখ। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
করোনার মহামারিতে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৯৩ প্রবাসী বাংলাদেশির প্রাণ গেল।
পূর্বপশ্চিমবিডি