কামরুল হাসান: কলারোয়ায় অস্বচ্ছল ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সাতক্ষীরা জেলা মানবতার সেবা। বৃহস্পতিবার কলারোয়া পৌরসভার গদখালি গ্রামের দক্ষিণ পাড়ায় গ্রামো ডাঃ আকবারের বাড়িতে ছোট্ট একটা করে থাকেন স্বামীহারা বৃদ্ধ মহিলা মমতাজ বেগম। তাঁকে ত্রাণ সামগ্রী ও কিছু ইফতার বিতরণ করা হয়।
আর্ত মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানো এ প্রতিষ্ঠানটির পরিচালক জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম শাহ আলম অস্বচ্ছল, অসহায় দরিদ্র মানুষের জন্য জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। ছুটির দিনে তিনি পারিশ্রমিক ছাড়া আইনী সেবা দিয়ে যান। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থী তাইসিন রায়হান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ।