
দেশের ৬৪ জেলার মধ্যে ৬০ জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চার জেলায় এখনো করোনাভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। এ চারটি জেলা হলো সাতক্ষীরা, ঝিনাইদহ, খাগড়াছড়ি ও রাঙামাটি। সাতটি জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ওই জেলাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই সাত জেলার বাসিন্দা। বাকি ২০ শতাংশ ৫৩ জেলার। আক্রান্তে সংখ্যায় উচ্চ ঝুঁকিতে থাকা সাতটি জেলা হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ ও মু্ন্সীগঞ্জ।
মোট আক্রান্তদের মধ্যে ঢাকায় শনাক্ত হয়েছে ৫২ দশমিক ৯২ শতাংশ। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ নারায়ণগঞ্জে ৫৯৪ জন। এই হার ১১ দশমিক ৪৮ শতাংশ। তৃতীয় গাজীপুরে ২৬১ জন। এই হার ৫ দশমিক ২২ শতাংশ। চতুর্থ কিশোরগঞ্জে ১৮১ জন। এই হার ৩ দশমিক ৬২ শতাংশ। পঞ্চম নরসিংদীতে ১৪১ জন। এই হার ২ দশমিক ৮২ শতাংশ। ষষ্ঠ ময়মনসিংহে ৮৭ জন। এই হার ১ দশমিক ৭৪ শতাংশ। সপ্তম মুন্সীগঞ্জে ৬২ জন। এই হার ১ দশমিক ২৪ শতাংশ। সংক্রমিতদের প্রায় ৮০ শতাংশই এই সাত জেলার বাসিন্দা। সংক্রমিত ৬০ জেলার মধ্যে অন্য ৫৩ জেলায় আক্রান্তের হার ২০ শতাংশ।
পূর্বপশ্চিম