
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় খাসজমি বন্দোবস্ত ও জলমহাল ইজারা এবং সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গনমাধ্যম কর্মী ও সুধি সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গলবার দুপুরে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা ভূমি কমিটির সভাপতি অবঃ অধ্যাপক জিএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পাইকগাছা ও কপিলমুনি প্রেসক্লাবের ২৬ জন সাংবাদিক সহ ভূমি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ভুমি কমিটির সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় অতিথি ছিলেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ভুমি কমিটির সাবেক সম্পাদক এ্যাডঃ শেখ আঃ রশীদ, উত্তরণ সমন্বয় কারী এ্যাডঃ ময়নুউদ্দীন, প্রকল্প সহকারী বিলকিস খাতুন, স্থানীয় উত্তরণ ম্যানেজার মাহফুজা খানম, সেলিম আহম্মেদ সহ দুই প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।