
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর থেকেে
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু’র আহবানে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২১ এপ্রিল) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে সাংবাদিক, সুশীল সমাজ, স্বেচ্ছাসেবকদের নিয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু বলেন, সরকারিভাবে ৫৫০, ব্যক্তিগত ভাবে, ২০০০ এবং ১০/১২ হাজার মানুষের মাঝে রান্না খাবার পৌছে দেওয়া হয়েছে। আমরা প্রথমে ভিক্ষুক ৫০ জন, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী ২০০, বীরমুক্তিযোদ্ধা ১৫০ জন এছাড়া ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, অবসর প্রাপ্ত শিক্ষকদের মাঝে খাদ্য বিতরণ করেছি। এ সময় তিনি আরও বলেন, আমার পরিষদ থেকে কেউ খালি হাত নিয়ে ফিরে যায় না, আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই, আমি চাই কোনো মানুষ যেন না বলতে পারে যে আমি খাবার পায়নি। জননেত্রী শেখ হাসিনা বলেছেন সকল মানুষকে সাথে নিয়ে কাজ করতে, আমি সেভাবেই কাজ করতে চাই।আমরা প্রত্যকটি মানুষকে খাবার দিয়ে যাচ্ছি, তাহলে কেন মানুষ বাহিরে বের হচ্ছে। আমি বিশ্বাস করি সকলে সম্মিলিতভাবে এই ক্রান্তিকাল পেরোনো সম্ভব। এ সময় সামাজিক দুরত্ব বজায় রাখতে তিনি ব্যপক প্রচার করতে মিডিয়া কর্মীদের প্রতি আহবান জানান।এ সময় উপস্থিত ছিলেন নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, সদর ইউপি সদস্য দেলোয়ারা বেগম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন,সদস্য সরদার সিদ্দিক, শ্যামনগর উপজেলা তাতী লীগের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ মন্ডল, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন,সিডিও ইয়ুথ টিমের সহসভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শরিফ, সদর সাধারণ সম্পাদক মিয়ারাজ হোসেন, এসএসএসটি এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অনলাইন ব্লাড ব্যাংকের এডমিন হাফেজ মনি সহ প্রমুখ।