জি,এম,নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ, শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার হরিনগরের হাটে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের সহযোগিতায় সবজি ও মাছ বাজার বনশ্রী শিক্ষানিকেতন হাই স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে। করোনার (কোভিট-১৯) প্রকোপ থেকে জনসাধারকে রক্ষা করতে, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে ১৭ই এপ্রিল শুক্রবারে এ বাজার স্থানান্তর করা হয়। হরিনগর হাটে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে হীমশিত খেতে হয় স্থানিয় প্রশাসনকে। তাই সামাজিক দুরত্ব বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
সবজি ক্রয় করতে চুনকুড়ি থেকে আসা আলমগীর মোড়ল এমন উদ্যোগকে সাধুবাদ জানান। স্কুল মাঠের ধুলাবালিতে ক্রেতা-বিক্রেতারা অতিষ্ট। আমার মনে হয় বাজারের মধ্যে চাননি গুলো ফাঁকা না রেখে ওখানে যদি কাঁচা বাজারটা সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হতো তাহলে মনে হয় খুব ভালো হতো।
কাচামাল ব্যবসায়ী সাদেক, সিদ্ধি, রিয়াজুল, মোকারম,ও মন্জুরুল পর্যায়ক্রমে বলেন, হাট কমিটি আমাদের জানিয়েছে এখন থেকে সাপ্তাহিক কাঁচামাল হাটের পরিবর্তে বনশ্রী শিক্ষা নিকেতন হাই স্কুল মাঠে দোকান বসাতে হবে, তাই এখানে আমরা সকল ব্যবসায়ী দোকান দিয়ে বসেছি। কিন্তু মাঠে বালি থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে, বৈশাখের ঝড়ো বাতাসে বালি উড়ে আমাদের চখী-মুখি ও মালামালের উপর পরে মালামালের চেহেরা নষ্ট হয়ে যাওয়ায় ক্রেতারা কিনতে চাচ্ছে না। এই পরিবেশে বসে মালা-মাল কেনা বেচা করা আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমাদের যদি বাজারের মধ্যে চাননিতে বসতে দিত তাহলে মনে হয় সামাজিক দূরত্ম বজায় রেখে সুন্দর মনোরম পরিবেশে ক্রেতারা মালামাল কিনতে পারতো।
বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মোহাম্মদ জাবেদ আলী বলেন, হরিনগর হাটের সবজি ও মাছ বাজার গুলোতে কোন ভাবে মানুষের ঢল কমানো যাচ্ছে না। তাই সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য স্কুল মাঠে সবজি ও মাছ বাজার উপজেলা প্রশাসনের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে।
বাজার কমিটির সভাপতি, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল বলেন, হরিনগর বাজারে আগে মাছ, মাংস এবং সবজীর বাজার এক জায়গায় থাকায় লোকজনের ভিড় ছিল বেশি।এখন কাঁচা বাজার খোলা বড় মাঠে সরিয়ে নেওয়ায় বাজারটিতে ভীড় কমে গেছে। অপরদিকে খোলামেলা কাঁচা বাজারে মানুষ স্বাচ্ছন্দে কেনাকাটা করছে। আগামী হাটে মাছ বাজারটা চাননিতে পৃথক করে বসাবো হবে, যাতে দুর্গন্ধ বাহিরে না আসে। আর স্কুল মাঠে ধুলাবালিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু করার কিছু নেই, এছাড়াতো আর বড় কোন জায়গা নেই, বাধ্য হয়ে কাঁচা বাজার মাঠে বসাতে হচ্ছে। আমরা বাজার ব্যবস্থাপনা ছাড়াও মানুষকে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি, এতে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে।