
দেবহাটা প্রতিনিধি:
করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্তে¡ও সরকারি নির্দেশনা উপেক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই দেবহাটার গাজীরহাটসহ বিভিন্ন বাজারে গা’ ঘেষাঘেষি করে লাইনে দাড় করিয়ে বিক্রি করা হচ্ছে টিসিবি’র পণ্য।
মঙ্গলবার সকালে গাজীরহাট বাজারে ঠেলাঠেলি করে লাইনে দাড়ানো মানুষদের কাছে ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, চিনি, ছোলাসহ টিসিবি’র পণ্য বিক্রি করেন টিসিবি’র ডিলার ঈদগাহ বাজারের বৈশাখী এন্টারপ্রাইজের মালিক সুভাস চন্দ্র ঘোষ।
এতে করে করোনা সংক্রমণের তীব্র ঝুঁকির মধ্য দিয়ে সাধারণ মানুষকে টিসিবি’র পণ্য ক্রয় করতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এমনকি কোন প্রকার হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস কিংবা ন্যূনতম সুরক্ষা ছাড়াই এসকল খাদ্যপণ্য বিক্রি করা হয়েছে।
এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।