
আশাশুনি প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রতিবছরই সরকারি-বেসরকারিভাবে নানারকম আয়োজন থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে কোন জনসমাগম ছাড়াই দিবসটি উপলক্ষে আশাশুনিতে স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সকল সরকারী, বে-সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে কোন প্রকার গণজমায়েত ছাড়াই জাতীয় পতাকা উত্তোলন করা হয়।