
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিয়মিত মাদক দ্রব্য ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ ২০২০ ইং তারিখ আনুমানিক ১৬.৩০ ঘটিকার সময় অতিঃ পুলিশ সুপার মোঃ মোতাহার হোসেন এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন বালিয়াডাঙ্গা গ্রামস্থ এলাকায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মামলা নং-২৭ তারিখ-১৯/০৩/২০ইং ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৪৩৫/৩৪৫/৩৮০/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহারভুক্ত পলাতক আসামী অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন বালিয়াডাঙ্গা এলাকা হইতে আসামী ১। রুহুল আমিন (৩৮), পিতা- আব্দুল গফ্ফার মোল্ল্যা, ২। আব্দুল গফুর মোল্ল্যা(৬৫), পিতা- ছবেদ আলী মোল্ল্যা, উভয়সাং-শ্রীফলকাটি, থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরাদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করিতে সক্ষম হই। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় চালান মোতাবেক হস্তান্তর করা হয়েছে।