
আকরামুল ইসলাম:
করোনা সচেতনতায় সাতক্ষীরা জেলার প্রত্যেকটি থানার সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। মঙ্গলবার সকাল থেকে জেলার আটটি থানা কর্তৃপক্ষ পুলিশ সুপারের নির্দেশনায় এ উদ্যোগ বাস্তবায়ন করে। থানার স্টাফ ও সেবা নিতে আসা সকলকে হাত ধুয়ে থানার ভিতরে প্রবেশ করতে হবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পাটলেঘাটা থানায় প্রবেশের মুখে গেটে ড্রামে পানি ভর্তি করে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। একযোগে জেলার সকল থানায় নেওয়া হয়েছে এ উদ্যোগ।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, করোনা সচেতনতায় এখন থেকে থানায় প্রবেশ করতে গেলে সকলকে হাত পরিষ্কার করে সেবা নিতে আসতে হবে। এতে জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রতি সকলে উদ্বুদ্ধ হবে।
পাটকেলঘাটা থানা সদরের স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, সাধারণত মানুষ হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে না। খাওয়া সময় একটু হাত পরিষ্কার করে। থানা পুলিশের এ উদ্যোগের কারণে সকলে সচেতন হতে পারবে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনগণকে সচেতন করার জন্য জেলা ব্যাপী সকল থানা ও পুলিশ লাইনন্সে হাত ধুয়ে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে। থানার পুলিশ সদস্য এ থানায় আগত সেবাপ্রার্থীকে এখন থেকে হাত ধুয়ে থানায় প্রবেশ করার জন্য বলা হয়েছে। এতে জনসাধাণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।