
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী অসুস্থ অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হার্টের সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছেন। তার আশু রোগমুক্তি কামনা করেছেন সাংবাদিক অধ্যক্ষ আবু আহমেদ, মমতাজ আহমেদ বাপীসহ প্রমুখ।
এদিকে বুধবার দুপুরে অসুস্থ সুভাষ চৌধুরীকে দেখতে সামেক হাসপাতালে যান কালের চিত্র পত্রিকার সম্পাদক, অধ্যক্ষ আবু আহমেদ, দক্ষিনের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, আব্দুল বারী, শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাশেম, রবিউল ইসলাম, এম জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম খোকন, আমিরুজ্জামান বাবু, সৈয়দ রফিকুল ইসলাম খোকন, আমিনা বিলকিস ময়না, আসাদুজ্জামান মধু প্রমুখ। সাংবাদিকবৃন্দ সুভাষ চৌধুরীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোজ খবর নেন।