
নিজস্ব প্রতিনিধি: রাসায়নি সারের ফলে মাটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলছে,অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির যেমন ক্ষতি হচ্ছে একই সাথে কৃষক ও ভোক্তারা দীর্ঘমেয়াদী ক্ষতির শিকার হচ্ছে, মাটি আমাদের মা, আমরা মাকে মেরে ফেলছি| যদি মা না থাকে তাহলে আমরা বাঁচবো না।
তাই আসুন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করি, আমরা গোবর, তরকারির ফেলে দেওয়া অংশ দিয়ে জৈব সার ব্যবহার করি| কেঁচো কম্পোজ সার ব্যবহার করি| কীটনাশক ব্যবহার না করে জৈব বালাইনাশক ব্যবহার করি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক ও তুজুলপু কৃষক ক্লাব আয়োজিত জৈব সার তৈরি ও ব্যবহার বিষয়ক কৃষক-কৃষাণীদের নিয়ে পরামর্শ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
তুজুলপুর কৃষক ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভায় ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকতা রঘুজিত ¸ এবং কিরণন্ময় সরকার। এসময় বক্তব্য রাখেন বার্ষিক কর্মকর্তা গাজী আসাদ, কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুব সংগঠক ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ৩৫ জন কৃষক-কৃষাণীদের জৈব সার তৈরি ও ব্যবহার বিষয়ে ধারণা দেওয়া হয়, সভায় ৩০ জন মহিলা ও কৃষক ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।