
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি জি, এম নূর ইসলাম। সাধারন সম্পাদক মোজাফ্ফর রহমানের পরিচালায় কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব। নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিবুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজন।
কার্যনির্বাহি কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সভায় প্রাণবন্ত আলোচনা হয়। সভায় একুশে ফেব্রুয়ারী ও আন্ত:জাতিক মাতৃ ভাষা দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করতে একাধিক কর্মসূচী পালনের সীদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বার্ষিক পিকনিক উৎসব মূখর পরিবেশে করার বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে ৫ সদস্যের একটি উপ-কমিটি এবং বার্ষিক পিকনিক উদযাপন উপলক্ষ্যে ৭ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
সভায় দৈনিক সময়ের আলো পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি কাজী শহিদুল হক রাজু কে প্রেসক্লাবের সদস্য পদে পূর্নবহালের সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া, সদস্য পদে একাধিক আবেদন নিয়ে যাচাই-বাছাই ও নতুন সদস্য প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া প্রেসক্লাবকে আরও গতিশীল করতে এবং সাংবাদিকদের সার্বিক কল্যানে নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে।