
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা সদরের শাহপুর এলাকায় এক সন্তানের জননীর সঙ্গে আপত্তির অবস্থায় বিবাহিত যুবক আবু মুসাকে আটক করেছে গ্রামবাসী। সোমবার রাতে তালার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আবু মুসা তালা সদরের খানপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় এক রাজমিস্ত্রী শ্রমিক।
শাহপুর গ্রামের শাহিনুর রহমান জানান, খানপুর গ্রামের আবু মুসা বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই গৃহবধুর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। প্রায় দিনই তারা অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। হাতেনাতে ধরার জন্য গ্রামের লোকজন ওৎ পেতে থাকে। সোমবার রাতে মুসা ঘরের মধ্যে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হলে গ্রামবাসী বাইরে থেকে ঘরের মধ্যে তালা ঝুলিয়ে দেয়।
তিনি আরও বলেন, এরপর গ্রামবাসী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে হাতনাতে মুসাকে আটক করে। এরপর সুযোগ বুঝে মুসা পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে জানতে আবু মুসার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দু রাজ্জাক বলেন, রাতে আমাকে মোবাইলে ঘটনাটি জানিয়েছিল। তবে রাত হওয়ার কারণে আমি সেখানে যায়নি।
ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই মুসা পালিয়ে যায়। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।