নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকায় ওজনে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনে ওজনে প্রতি লিটার তেলে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, প্রতি লিটার তেলে ৪০ মিলি. কম দেওয়ার অভিযোগে ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভোক্তাদের অধিকার সংরণ ও ক্রেতা সাধারণকে প্রতারণা হতে রা পেতে সতর্ক হতে হবে। প্রশাসনিকভাবে অভিযান চলবে।
ঝাউডাঙ্গায় পেন্ট্রোল পাম্পের চুরি ধরল ম্যাজিষ্ট্রেট
পূর্ববর্তী পোস্ট