
মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ ১৫ ফেব্রয়ারি বিএনপি’র ডাকা সারাদেশে ব্যাপী বিক্ষোভ ও সমাবেশের প্রতিবাদে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। উক্ত মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, নওয়াবেঁকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা যুবলিগের আহবায়ক মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক প্রভাষক সোহাগ হোসেন, আব্দুল মজিদ, সদস্য আহসান হোসেন, মারুফ হোসেন, মোঃ হারুনর রশিদ, যুবনেতা বিশ্বনাথ নন্দী সাগর, উপজেলা সৈনিকলীগের আহবায়ক জি এম আব্দুর রব, যুগ্ম আহবায়ক পলাশ সরদার, সাবেক উপজেলা সৈনিকলীগ সভাপতি মোঃ রেজওয়ানুল আজাদ নিপুন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, নাজমুল হুদা রিপন সদর ইউপি সদস্য মোঃ মাসুদ রানা, মোঃ আইয়ুব খাঁন, মলায় কুমার গায়েন ঝন্টু, মোঃ মিজানুর রহমান, সদস্যা মিসেস দেলোয়ারা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।