
ইয়ারব হোসেন: নামে ও বেনামে তালা উপজেলার মাগুরা সোনালী ব্যাংকের ও বর্তমানে আশাশুনি উপজেলার বুধহাটা সোনালী ব্যাংক শাখার ম্যানেজারের প্রায় ৩০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। ৩০ লাখ টাকার বেশিরভাগ টাকা নিজে আত্মসাৎ করেছে বলে একটি সূত্র জানিয়েছে।
সাবেক তালা উপজেলার মাগুরা সোনালী ব্যাংকের ও বর্তমানে আশাশুনি উপজেলা র বুধহাটা সোনালী ব্যাংকের ম্যানেজার কপিল দেব সানা মুঠোফোনে জানিয়েছেন বিভিন্ন সময়ে কয়েক জনের নামে লোন উত্তোলন করা হয়েছিল।বর্তমানে ওই টাকা পরিশোধ করা হয়েছে। নিজের নামে ও স্ত্রীর নামে লোন পরিশোধ করা হচেছ। ৩০ লাখ টাকা নয়। টাকার পরিমান কম।
তালা উপজেলার মাগুরা সোনালী ব্যাংকের ম্যানেজার আবু সিদ্দিক মুঠোফোনে জানান সাবেক ম্যানেজার কপিল দেব সানা বিভিন্ন লোকজনের নামে বডি লোন নিয়েছিলেন। তবে বেশির ভাগ টাকা পরিশোধ করেছেন। তিনি টাকার পরিমাণ জানাতে রাজি হননি।
একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে তালা উপজেলার মাগুরা সোনালী ব্যাংকের ম্যানেজার কপিল দেব সানা নিজের নামে ও স্ত্রীর নামে কয়েক দফায় লোন নিয়েছেন। তিনি কয়েকজন নাম দিয়ে মোট ৩০ লাখ টাকা তুলেছেন। ওই টাকার কোন হিসাব নেই।এ ঘটনাটি ইতিমধ্যে ব্যাংকের কর্মকর্তারা জেনেছেন।