
কিশোর কুমারঃ পাটকেলঘাটায় গত ২৩জানুয়ারি লালচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল লতিফ বুদুর পুত্র ফারুক হোসেন(২৫) নামে এক ঠিকাদার কর্মী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত হয় । এ নিয়ে বিভিন্ন পত্রিকায় একধিক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরই জের ধরে তার শোকাহত পরিবারের পাশে আর্থিক অনুদানের সহায়তায় হাত বাড়িয়ে দেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় পাটকেলঘাটা থানায় পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার উপস্থিত হয়ে নিহত ফারুক হোসেন পরিবারে কে এক লক্ষ টাকা সঞ্চয় পত্র ও নগদ ১০,৫০০ (দশ হাজার পাঁচশত ) টাকা প্রদান করেন ও তার স্ত্রী পারুল বেগম কে চুক্তি ভিত্তিক চাকুরি দেওয়ার অঙ্গিকার করেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, ফারুক হোসেন নিহত হওয়ায় আমি খুবই মর্মাহত । তার পরিবারে প্রতি সমাবেদনা জানানোর মত আমার কোন ভাষা নেই। আমি আমার অফিসে পক্ষ থেকে যতুটুক অনুদান দিয়েছি তা অতি সামান্য। এই দূর্ঘটনায় সাথে যারা জড়িত ছিল তাদের সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছি যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ
ঘটানার সত্যতা স্বীকার করে জানান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎতের জেনারেল ম্যানেজার গত কাল রাত ৮টার সময় থানায় উপস্থিত হয়ে নিহত ফারুক হোসেনের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করেছেন। আমি ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানাই। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মাসুম পারভেজ, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি সাংবাদিক জাকির হোসেন, এই আই শাহদাৎ হোসেন, পদ্যুৎ গোলদার প্রমূখ।