নিজস্ব প্রতিবেদক: দিন আনা দিন খাওয়া, দিন মুজুর কার্ত্তিক চন্দ্র দাস এখন ব্রেইন স্টোকজনিত রোগে আক্রান্ত হয়ে অসহায় জীবন যাপন করছেন। তার সংসারে সে নিজেই উপার্জন করেন। সংসারে বৃদ্ধা, মা, স্ত্রী, সন্তানসহ ৪ জনের মুখে অন্ন যোগাতেন। কিন্তু বিধি বাম! হঠাৎ করেন ব্রেইন স্টোক জনিত কারণে না পারছে পরিবারের মুখ অন্ন তুলে দিতে না পারছে চিকিৎসা নিতে সে কোন রকমে হাটতে চললে পারলেও বোবা হয়ে ভাষা হারিয়ে ফেলেছে।
তাই দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের দাস পাড়ায় মৃত নিতাই চন্দ্র দাসের পুত্র কার্ত্তিক চন্দ্র দাসের চিকিৎসার জন্য তার বৃদ্ধা মাতা যমুনা দাসী সমাজের বির্ত্তবান ও দানশীল ব্যাক্তিদের দারস্থ হয়েছেন। যোগাযোগের মোবাইল নং- ০১৯৮৪৭৫২১৭৬, সে দেবহাটা উপজেলা শাখা দলিত পরিষদের সাধারণ সম্পাদক। সে জন্য জেলা দলিত পরিষদেরও সুদৃষ্টি কামনা করেন।