
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণির সভাপতিত্বে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারের আইন সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সাজিয়া আফরীন।
সভায় বক্তরা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে সমাজের অবহেলিত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষদের বিনা খরচে সরকারীভাবে যাবতীয় আইনী সহায়তা প্রদান করা হচ্ছে। নির্যাতনের শিকার হওয়া স্বত্তেও অবহেলিত মানুষরা আর্থিক অস্বচ্ছলতা সহ নানাবিধ কারনে অনেক সময় ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হন। যাতে করে সুবিধা বঞ্চিত কোন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকারীভাবে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা খরচে তাদেরকে যাবতীয় আইনী সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।