
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর থানা পুলিশের অপরাধ বিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে পৃথক অভিযানে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা ব্যাপি শান্তিপূর্ন পরিবেশ সমুন্নত রাখতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ও এস আই মোঃ কবির হোসেনের নেতৃত্বে পুলিশ দল পারি ১৮/১৮ মামলায় ৬ মাস সাজাপ্রাপ্ত আসামী গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামের মোস্তফা নুর মোহাম্মদের ছেলে মাছুম বিল্লা সহ ১২ আসামীদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।