
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আব্দুর রহমান মোড়ল (৬০) নামক এক বৃন্ধাকে সন্ত্রাসি রফিক, রউফ, লিটন বাহিনী কর্তৃক পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় ক্ষিপ্ত হয়ে বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে রফিক বাহিনীর সন্ত্রাসিরা। কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের উকশা পুটিয়া গ্রামে গত ১ নভেম্বর সকাল ৯টার সময় এঘটনা ঘটে। সন্ত্রাসিদের পিটুনীতে নিহত আব্দুর রহমান মোড়ল উপজেলার উকশা পুটিয়া গ্রামে মৃত সুলতান মোড়লের পুত্র। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম গত শনিবার ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পাওয়া গেছে বলে এ প্রতিনিধিকে জানান। তদন্তের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী রউফ, রফিক, কুদ্দুস পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। মামলা সূত্রে জানা যায় উপজেলার উকশা পুটিয়া গ্রামে আব্দুর রহমান মোড়লের সঙ্গে একই গ্রামের সুলতান মোড়লের পুত্র রফিক মোড়ল, রউফ মোড়ল, কুদ্দুস মোড়লের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ দীঘদিন ধরে চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে রফিক মোড়লের পুত্র লিটন সেনাবাহিনীর চাকরী হইতে ছুটিতে বাড়ী আসলে পূর্ব পরিকল্পিত ভাবে গত ১ নভেম্বর বেলা আনুমানিক ৯টার সময় সেনা সদস্য লিটনের নেতৃত্বে তার রফিক, চাচা রউফ, কুদ্দুস, তার পুত্র ফিরোজ, ইয়াছিন সহ বহিরাগত সন্ত্রাসি নিয়ে অতর্কিত পিটিয়ে বৃদ্ধা আব্দুর রহমানকে জখম করে। উক্ত ঘটনায় ঐদিন কালিগঞ্জ হাসাপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ৩ নভেম্বর ভোর ৪টার সময় আব্দুর রহমান মারা যায়। বিষয়টি ভিন্ন খাতে নিতে স্থানীয় চেয়ারম্যান সুকৌশালে সন্ত্রাসিদের মামলা থেকে বাঁচাতে ময়না তদন্ত করা হলেও থানায় মামলা দিতে নিষেধ করে। বিষয়টি তিনি দেখবেন বললেও সন্ত্রাসিদের নিকট ম্যানেজ হওযায় নিহতের পুত্র নুর ইসলাম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়ার ম্যাজিষ্টেট ২ এর আদালতে রফিক, রউফ, লিটন, কুদ্দুস, ফিরোজ সহ ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- সি, আর- ৪২১/১৯। বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ দেন। এদিকে মামলার খবর জানতে পেরে আসামীরা বাদীকে মামলা তুলে নিতে জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে ভুক্তভোগিরা এ প্রতিনিধিকে জানান।