
তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর কেবলা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসূীফ আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রওজা শরীফ জিয়ারত করেন, খুলনা রেঞ্জের অতিরিক্তি ডিআইজি মোঃ হাবিবুর রহমান (পি.পি.এম বার)।
শনিবার বিকাল ৪ টায় তিনি পরিবারবর্গ নিয়ে এ জিয়ারত করেন। জিয়ারত পরিচালনা করেন, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ।
জিয়ারতে উপস্থিত ছিলেন, পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাঃ ইলতুৎ মিশ, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ এনামুল হক, নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, চৌধুরী আমজাদ হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জিয়ারত শেষে তিনি মিশন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন, এসময় মিশনের পক্ষ থেকে পীর কেবলার লিখিত বই দেওয়া হয় বলে মিশনের হিসাব রক্ষক মোঃ এবাদুল হক জানিয়েছেন।