আহাদুর রহমান জনি: প্রেসক্লাব সমগ্র সাংবাদিকদের। সকল সাংবাদিকদের স্থান হলো প্রেসক্লাব। এখানে মান অভিমানের কোন বিষয় নেই। যারা সাংবাদিকতার সাথে জড়িত তাদের প্রেসক্লাবে সদস্য পদ দিতেই হবে, সে যেই হোক। এটাই হলো বাস্তবতা। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে কথাগুলো বলেছিলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডো মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, বিএনপি নেতা ফারুক আহমেদ। বক্তব্যের শুরুতে সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বলেন, অনেকে অনেক অভিযোগ, মান-অভিমান আমার কাছে বলতো, এতদিন সাংবাদিকতা করি, অথচ প্রেসক্লাবে সদস্য হতে পারিনা। যারা সাংবাদিকতার সাথে জড়িত প্রেসক্লাব তাদের জন্য। এখানে বসে তারা সময় কাটাবে। তারা গল্প গুজব করবে, সংবাদ লিখবে ইত্যাদি। গুটি কয়েক মানুষের প্রেসক্লাব নয়, প্রেসক্লাব সবার। প্রেসক্লাবে এসে একটা ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক বজায় রেখে সবাই একত্রে কাজ করতে পারে এই আহবান আমি জানাবো। গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই আসুক। সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এ সময় বলেন, আমরা দেখেছি সাতক্ষীরার বিভিন্ন সংগঠন অনেক জটিলতার মধ্যে ছিলো। সবগুলো সংগঠন গণতান্ত্রিকভাবে নির্বাচনের মধ্যদিয়ে কমিটি হয়েছে। সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতি, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এর প্রকৃত উদাহরণ। বিগত সময়ে প্রেসক্লাব যে প্রাঞ্জলতার সাথে কাজ করেছে, আগামীতেও আশা করি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যদিয়ে নেতা নির্বাচন করে প্রেসক্লাব পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনবে। স্বাগত বক্তব্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন বলেন, বেশ কিছুদিন প্রেসক্লাবে অনিয়ম ও বিশৃংঙ্খলা চলছিলো। যার কারণে আমরা উদ্যোগী হয়ে আবারও একটি শৃংঙ্খলা ফিরিয়ে এনেছি। আমদের কাজ হলো আগামীতে সাধারণ সভা ও নির্বাচন দেওয়া। যাতে প্রেসক্লাব একটি গণতান্ত্রিক ধারায় পৌঁছুতে পারে। সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মোজাফ্ফর রহমান, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান তুহিন, মাছুদুর জামান সুমন, দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন, দৈনিক সংযোগ বাংলাদেশের জেলা প্রতিনিধি শেখ তহিদুর রহমান, দৈনিক সংযোগ প্রতিদিনের জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, দৈনিক শেয়ার বিজের সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহ আলম, সাংবাদিক মাফফিজুল ইসলাম আক্কাস, দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রফিকুল ইসলাম রানা, দৈনিক স্বাধীনমতের জেলা প্রতিনিধি আহাদুর রহমান, দৈনিক একুশের সংবাদের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, দৈনিক খুলনার জেলা প্রতিনিধি ইমান আলী, দৈনিক সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার ও জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার মো. জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, দৈনিক সাতনদী পত্রিকার জহুরুল কবীর, দৈনিক কালান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহমান, দৈনিক প্রগতি পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আশা, ইভিনিং নিউজের জেলা প্রতিনিধি আইয়ুব হোসেন রানা, দৈনিক আজকের তথ্য পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি রুবেল হোসেন প্রমুখ।
গুটি কয়েক মানুষের প্রেসক্লাব নয়; প্রেসক্লাব সবার: এমপি রবি
পূর্ববর্তী পোস্ট