
জাতীয় ডেস্ক: পুলিশ সপ্তাহের পঞ্চম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেছেন এ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাহিনীটির পক্ষ থেকে তুলে ধরা দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, কাগজে-কলমে পুলিশ অধিদপ্তর নয়, পুলিশ হেডকোয়ার্টার হিসেবে লিখতে চান তারা।
শনিবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ দাবি তুলে ধরা হয়। এছাড়া আইজিপির র্যাংক ব্যাচ ফোর স্টার করা, পুলিশ হাসপাতালকে মেডিকেল কলেজ করা, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি অব পুলিশ অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস নামে পুলিশের জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, চাকরিরত অবস্থায় পুলিশ সদস্য মারা গেলে ক্ষতিপূরণ…। এটাও যৌক্তিক দাবি। সিনিয়র সচিব এটার ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, আমরা মনে করি সাইবার জগতটা আমাদের জন্য নতুন জগৎ। অপরাধীরা এ জায়গাটা অত্যন্ত সক্রিয়। এ জায়গাটা আমাদের অনেক কিছু করতে হবে। আমাদের সাইবার ইউনিট আরও বেশি শক্তিশালী করতে হবে। নতুন চ্যালেঞ্জ মোকাবিলা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি এসেছে। যতবেশি আমরা পুলিশকে প্রশিক্ষণ দিতে পারবো ততবেশি দক্ষ পুলিশ বাহিনী তৈরি হবে। এ দাবিটাও যৌক্তিক দাবি।