
নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা লিলিমা ইকো পার্কে রোজ শুক্রবার ১৯/১১২০২১ ইং তারিখে বিকাল ৫ ঘটিকার সময় এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান শেখ আব্দুল হাই। অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিকু। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, জেলা পরিষদের মহিলা সদস্য মাহফুজা সুলতানা রুবি,ব্যবসায়ী শেখ আবদুল লতিফ, পুলক কুমার পাল, শেখ আনছার আলী, কুলসুম সুলতানা, আবুল কালাম প্রমুখ।