জাতীয় ডেস্ক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সিংড়ায় ৬২ হাজার ২৫০ জন পরিবারকে কৃষি উপকরণের কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলা হলরুমে কৃষি প্রনোদনার আওতায় ১২০০ জন কৃষকের মাঝে পাট বীজ বিতরণ উদ্ধোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, ১০ টাকার ব্যাংক একাউন্ট খুলে ৬৮ হাজার ৫২০টি পরিবার ডিজেলের পরিবর্তে টাকা এবং বিভিন্ন কৃষি প্রণোদনা পাচ্ছে। ৪৮ হাজার ১৮৮ জন কৃষক বিভিন্ন কৃষি উপকরণ ভর্তুকিতে প্রণোদনা পাচ্ছেন। বিজ্ঞান প্রযুক্তি, উদ্ভাবন আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে চান। সেজন্য তিনি চারটি স্তম্ভ ভিত্তি করতে চান। স্মাট নাগরিক, স্মাট সরকার ব্যবস্থা, স্মাট অর্থনীতি ব্যবস্থা।
পলক আরও বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি ব্যবস্থা সমৃদ্ধি। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করছেন। কৃষকরা সার, তেল ও সেচ ব্যবস্থার সুবিধা পাচ্ছে। বিনা পয়সায় কৃষকরা জমিতে পানি দিতে পারছেন। শুষ্ক মৌসুমে কৃষকরা খাল থেকে সেচ ব্যবস্থা পাচ্ছে। এ বছর সিংড়ায় রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। ৪ হাজার ৬২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের এক ইঞ্চি মাটিও অনাবাদি রাখা যাবে না। সবখানে ফসল ফলাতে হবে। প্রধানমন্ত্রীর মনে কৃষক ও সাধারণ মানুষ রয়েছে। তিনি কৃষকদের কল্যাণে সবসময় কাজ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, কৃষিবিদ সেলিম রেজা প্রমুখ।