নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে সাতক্ষীরা সদরের স্মার্ট স্কুল ডিবি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপন’র উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল, সরকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, লুৎফুন্নেছা ডালিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নুরুল ইসলাম বাবু, শিক্ষার্থী রুহানিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।