বিনোদন ডেস্ক :
বলিউডের প্রভাবশালী দুই তারকা অভিনয়শিল্পী শাহরুখ খান ও সালমান খান। এই দু’জনকে এক সিনেমায় কাজ করানো অনেক কঠিন ব্যাপার। তবে এ কাজটি করে দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় দেখা গেছে এ জুটিকে।
শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান খানকে ‘টাইগার’ রূপে দেখা যায়। তাদের রসায়ন হিট হওয়ার পর ভক্তদের চাওয়া আরো বেড়েছে। যশরাজ তাই দুই তারকাকে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ শিরোনামে আলাদা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি।
নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার বাজেট যদি ৩০০ কোটি রুপি হয়, তবে কত পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ-সালমান? এ নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন— ‘‘এর আগে অনেক সিনেমায় একসঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন শাহরুখ-সালমান। কিন্তু শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে সালমানের উপস্থিতি দর্শকদের মাঝে সাড়া ফেলার কারণে এবার ঘটনা ঘটতে যাচ্ছে! পাঠান মুক্তির পর আদি (আদিত্য চোপড়া) শাহরুখ-সালমানকে একসঙ্গে কাজ করানোর প্রস্তাব দেন এবং এতে তারা সম্মতি দেন। কিন্তু শর্ত হলো— তাদের চরিত্র ও পারিশ্রমিক সমান হতে হবে।’’
শাহরুখ-সালমানের পারিশ্রমিকের সমতার বিষয়টি জটিল। কারণ মোট বাজেটের ২০০ কোটি রুপি প্রদান করতে হবে এই দুই নায়ককে। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন— ‘সিনেমাটির লভ্যাংশের একটি ভাগ দুই নায়ককে দেওয়া সবচেয়ে ভালো সমাধান। এতে অগ্রিম অর্থ প্রদান করতে হবে না। বরং বক্স অফিস থেকে যা আয় হবে সেখান থেকে অর্থ নেবেন তারা। কিন্তু আদি সাধারণত লভ্যাংশের ভাগ অভিনয়শিল্পীদের দেন না। দেখা যাক কি হয়।’
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার কাজ শুরু হওয়ার কথা।
৩০০ কোটি বাজেটের সিনেমায় শাহরুখ-সালমানের পারিশ্রমিক কত?
বিনোদন ডেস্ক :
বলিউডের প্রভাবশালী দুই তারকা অভিনয়শিল্পী শাহরুখ খান ও সালমান খান। এই দু’জনকে এক সিনেমায় কাজ করানো অনেক কঠিন ব্যাপার। তবে এ কাজটি করে দেখিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় দেখা গেছে এ জুটিকে।
শাহরুখের ‘পাঠান’ সিনেমায় সালমান খানকে ‘টাইগার’ রূপে দেখা যায়। তাদের রসায়ন হিট হওয়ার পর ভক্তদের চাওয়া আরো বেড়েছে। যশরাজ তাই দুই তারকাকে নিয়ে ‘টাইগার ভার্সেস পাঠান’ শিরোনামে আলাদা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি।
নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার বাজেট যদি ৩০০ কোটি রুপি হয়, তবে কত পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ-সালমান? এ নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।
একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন— ‘‘এর আগে অনেক সিনেমায় একসঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন শাহরুখ-সালমান। কিন্তু শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় অতিথি চরিত্রে সালমানের উপস্থিতি দর্শকদের মাঝে সাড়া ফেলার কারণে এবার ঘটনা ঘটতে যাচ্ছে! পাঠান মুক্তির পর আদি (আদিত্য চোপড়া) শাহরুখ-সালমানকে একসঙ্গে কাজ করানোর প্রস্তাব দেন এবং এতে তারা সম্মতি দেন। কিন্তু শর্ত হলো— তাদের চরিত্র ও পারিশ্রমিক সমান হতে হবে।’’
শাহরুখ-সালমানের পারিশ্রমিকের সমতার বিষয়টি জটিল। কারণ মোট বাজেটের ২০০ কোটি রুপি প্রদান করতে হবে এই দুই নায়ককে। এসব তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন— ‘সিনেমাটির লভ্যাংশের একটি ভাগ দুই নায়ককে দেওয়া সবচেয়ে ভালো সমাধান। এতে অগ্রিম অর্থ প্রদান করতে হবে না। বরং বক্স অফিস থেকে যা আয় হবে সেখান থেকে অর্থ নেবেন তারা। কিন্তু আদি সাধারণত লভ্যাংশের ভাগ অভিনয়শিল্পীদের দেন না। দেখা যাক কি হয়।’
সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারিতে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার কাজ শুরু হওয়ার কথা।