
প্রেস বিজ্ঞপ্তি: মৃত্তিকা সমাজ উন্নয়ন ম‚লক প্রতিষ্ঠানের ২ টাকার বিনিময় পথশিশু ও ছিন্নম‚ল মানুষের মাঝে খাদ্য বিতরণের কাজ অব্যাহত আছে । মঙ্গলবার ৪ ঠা জানুয়ারী মৃত্তিকা সমাজ উন্নয়ন ম‚লক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৃত্তিকার প্রজেক্ট অফিসে এই ছিন্নম‚ল মানুষের মাঝে আহারের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে মৃত্তিকা সমাজ উন্নয়নম‚লক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফরম বিসিসিএফ এর চেয়ারম্যান আব্দুস সালাম জানান, গেল ২ জানুয়ারী আশাশুনি উপজেলার ১১ নং কাদাকাটি ইউনিয়নের এবং ৩ রা জানুয়ারী ৩নং কুল্যা ইউনিয়নে প্রতিবন্ধী ও ছিন্নম‚ল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা শহরে মৃত্তিকার প্রজেক্ট অফিসে খাদ্য বিতরন করা হয়েছে। খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন মৃত্তিকা সমাজ উন্নয়নম‚লক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ফরম বিসিসিএফ এর চেয়ারম্যান আব্দুস সালাম , মহাসচীব সরদার গিয়াস উদ্দীন আহমেদ, মৃত্তিকার প্রগ্রাম ম্যানেজার সুমনা জাহান খান, হিসাব রক্ষক সাইমা খাতুন, প্রশিক্ষক রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুর রব সহ আরো অনেকে। মৃত্তিকার নির্বাহী পরিচালক আরো জানান, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।