নিজস্ব প্রতিবেদক : বিয়ের পিঁড়িতে বসছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারী বিয়ের পিঁড়িতে বসছেন এই ক্রিকেট তারকা। ২৮ ফেব্রয়ারী বৌভাতের আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়েছেন সৌম্য সরকারের মেঝো ভাই পুষ্পেন সরকার।
তিনি বলেন, বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে। গায়ে হলুদ, আর্শিবাদ এসবের দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। ২০ ফেব্রুয়ারী সৌম্য সরকারসহ আমরা একত্রে বাড়িতে পরিবারের সকলে একত্রে বসে ঠিক করবো। এর থেকে বিস্তারিত এখন কিছু বলতে পারবো না।
সাতক্ষীরার কাটিয়া এলাকার সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকারের ছোট ছেলে সৌম্য সরকার। বড় ভাই পলাশ সরকার ও মেঝো ভাই পুষ্পেন সরকার। পুষ্পেন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস শিক্ষক হিসেবে চাকুরি করছেন। বড় ভাই সচিবালয়ে সরকারি চুকরিরত।
সৌম্য সরকারের ঘনিষ্ট বন্ধু ব্যবসায়ী মাহবুব সরদার দৈনিক সাতনদীকে জানান, খুলনা ক্লাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হচ্ছে সৌম্য সরকারের। পাত্রী পড়াশুনা করেন। পাত্রীর পরিবার বর্তমানে ঢাকার স্থায়ী বাসিন্দা হয়েছেন। ২৬ ফেব্রুয়ারী বিয়ের পর ২৮ ফেব্রুয়ারী রাতে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনে (মন্টুমিয়ার বাগানবাড়ি) বৌভাত অনুষ্ঠিত হবে।
সৌম্য সরকারের বাবা সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার বলেন, দুই একদিনের মধ্যেই বিস্তারিত জানতে পারবেন। বিয়ের আনুসঙ্গিক প্রস্তুতি অনেক বাকি। সবকিছু ঠিকঠাক হলেই সকলকে জানাবো।