
আব্দুল্লাহ আল মাহফুজ: আজ বিকাল পাঁচটায় দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি কলেজ গেটের সামনে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, কমিটিতে নতুন ২৪০ জন সদস্য যুক্ত করা হয়েছে কিন্তু অনেক সদস্য অভিযোগ করছে ২৪০ জনের ভিতর একাধিক জামাত-বিএনপি ঢুকে বসে আছে। এ ধরন অভিযোগ থাকলে ২৪ তারিখের মধ্যে লিখিত অভিযোগ এর মাধ্যমে এই কমিটির নেতৃবৃন্দ কে জানানোর নির্দেশ দিয়েছেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ হায়দার আলী তোতা। বিশেষ অতিথি পৌর শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স,ও পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মুকুল, পৌর শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমাদ উদ্দিন মাস্টার ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ইদ্রিস বাবু, ফিরোজ হোসেন,নুরুল ইসলাম সাগর, সিরাজুল ইসলাম,রকিব হোসেন, প্রধান অতিথির নির্দেশে সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ।