বিনোদন ডেস্ক:
একটা সময় শাহরুখ প্রিয়াঙ্কা জুটিকে নিয়ে বেশ চর্চা হয়েছে। শোনা গেছে প্রেমও করেছেন তারা। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কিং খানের স্ত্রী গৌরী খান। স্বামীকে নাকি সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা চলবে না।
তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জনের পর ২০১১ সালের পর আর একসঙ্গে দেখা যায়নি শাহরুখ-প্রিয়াঙ্কাকে। তবে বলিউড পাড়ার জোর গুঞ্জন একসঙ্গে আবার দেখা যাবে এই জুটিকে।
গেল বছরে ফারহান আখতার ও জোয়া আখতার ঘোষণা করেন নতুন সিনেমা আনছেন। সিনেমার নাম ‘জি লে যারা’। এ ছবিতে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও থাকছেন ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের মতো জনপ্রিয় দুই নায়িকা। তবে সেখানে শাহরুখ নাকি থাকছেন ক্যামিও চরিত্রে। অর্থাৎ, খুব কম সময়ের জন্য দেখা যাবে তাকে। সেখানে আদৌ শাহরুখ-প্রিয়াঙ্কা মুখোমুখি হবেন কি না, তা স্পষ্ট নয়।
যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে দীর্ঘ ১২ বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের। এ জুটিকে প্রথম বড় পর্দায় দেখা যায় ২০০৪ সালে ডন সিনেমায়। এরপর ডন টু তেও দর্শক দেখেছেন তাদের।
শোনা গেছে তখন নাকি একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তারা। সে সময় এও শোনা গেছে যে শাহরুখ খান নাকি ‘কৃশ’ সিনেমার সিক্যুয়েলে প্রিয়াঙ্কাকে নিতে অনুরোধ করেছিলেন ।