সাতনদী ডেস্ক: কুলিয়া বালিকা বিদ্যালয়ে ‘হাসিমুখ’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন। বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি, (দেবহাটা) আয়োজনে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আছাদুল হক, সমাজসেবক রফিকুল ইসলাম (বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক দেবহাটা), আখিনুর ইসলাম, আসমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ‘হাসিমুখ’ সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন দুই শতাধিক মহিলাদের হাতে ফলজ বৃক্ষ তুলে দেন এবং কুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।