নিজস্ব প্রতিবেদক,দেবহাটা: প্রায় দুই মাস পর হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে দেবহাটা থানা পুলিশ। বৃহস্পতিবার দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিক আল আমিন মৃধার হাতে তুলে দেন। তিনি দেবহাটার দক্ষিণ পারুলিয়া গ্রামের শাহজাহান মৃধার ছেলে। মোবাইলটি হস্তান্তরকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ ও এসআই হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মোবাইলটির মালিক আল আমিন মৃধা জানান, গেল বছরের ৩১ অক্টোবর বাড়ি থেকে পারুলিয়া পশুহাটে গিয়ে নিজের শখের অপো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি খুঁইয়ে ফেলেন। ১ নভেম্বর এব্যাপারে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন তিনি। এরপর থেকে ওই মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।
ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, ভুক্তভোগীর জিডির স‚ত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স¤প্রতি তার হারানো মোবাইলটি পাশ্ববর্তী কালিগঞ্জ উপজেলার নলতা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।