নিজস্ব প্রতিবেদক: বরখাস্তাদেশের তিনটি চিঠি হাইকোর্টে স্থগিত হওয়ার পর সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহম্মেদ চিশতি বুধবার (২১ জুন) সকাল ১১টায় দায়িত্বভার গ্রহণের জন্য পৌরসভায় আসেন। এসময় পৌরসভার প্রধান নির্বাহী (সিইও) নাজিম উদ্দীন একপত্রে দায়িত্বভার প্রদানের জন্য দুপুর আড়াইটায় সময় নির্ধারণ করে একপত্র জারী করেন। এতে বলা হয়েছে, ‘বেলা আড়াইটায় ভারপ্রাপ্ত মেয়রের উপস্থিতিতে মেয়র তাজকিন আহমেদ চিশতীকে পৌরসভার নগদ অর্থ, পরিসম্পদ, দলিল দস্তাবেজ, রেজিস্ট্রার ও সীলমোহর হস্তান্তর করা হবে।’ ফলে, ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান শুরু করা হয় দুপুর আড়াইটায়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী মো. নাজিম উদ্দিন, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার সচিব মো. লিয়াকত আলী, প্রধান অফিস সহকারি প্রশান্ত ব্যাণার্জীসহ নির্বাচিত কাউন্সিলরগণ।
ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে সিইও নাজিম উদ্দীন দায়িত্বভার গ্রহণের একটি পত্র মেয়রের সামনে তুলে ধরেন। তবে সেই পত্রে স্বাক্ষর করেননি মেয়র তাজকিন আহমেদ চিশতী। লিখিতভাবে ক্ষমতা গ্রহণে মেয়র তাজকিন আহমেদ চিশতি অস্বীকৃতি জানালে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এব্যাপারে সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন বিষয়টি অবহিত করে মন্ত্রণালয়ে পত্র দেন। এসময় পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি দাবী করেন, হাইকোর্ট মন্ত্রণালয়ের তিনটি চিঠি স্থগিত করার সাথে সাথে আমি মেয়র হিসেবে বৈধ হয়ে গেছি। আমি এখন দাপ্তরিক দায়িত্ব পালন করবো।
উল্লেখ্য, মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পত্রে জানানো হয়, উচ্চ আদালতের আদেশের মূলে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর সাময়িক বরখাস্তের আদেশ, কারণ দর্শানোর নোটিশ ও প্যানেল মেয়র-১ কে পৌরসভার মেয়রের দায়িত্বপ্রদান সম্পর্কিত আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো।
হাইকোর্টের আদেশে সাতক্ষীরা পৌর মেয়র পুন: বহাল
পূর্ববর্তী পোস্ট